প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 25, 2025 ইং
“নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে” — মুফতি রেজাউল করীম

জুলাই৩৬ নিউজ ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন,
“দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। তা না হলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়ে উঠবে।”
আজ (শুক্রবার) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব জমায়েত-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“জুলাই চেতনার বাস্তবায়ন জরুরি”
মুফতি রেজাউল করীম বলেন—
“জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের ওপর আমাদের জোর দিতে হবে। এ জন্য রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য।”
“একটি দল চাঁদাবাজিতে ভিক্ষুক দলে পরিণত হয়েছে”
রাজনৈতিক দমন-পীড়নের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন—
“একটি রাজনৈতিক দলের হুমকি-ধমকিকে আমরা পরোয়া করি না। তারা একচেটিয়া চাঁদাবাজি করে ভিক্ষুক দলে পরিণত হয়েছে। এই চাঁদাবাজরা জ্ঞানহীন ও জনবিচ্ছিন্ন।”
“দেশে রাজনৈতিক সহাবস্থান নেই”
আক্ষেপ করে মুফতি রেজাউল করীম বলেন—
“কেন জানি দেশে এখন আর রাজনৈতিক সহাবস্থান দেখা যাচ্ছে না। ভিন্নমত মানলেই যেন শত্রু, এমন রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
- ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
- যুব আন্দোলনের শীর্ষস্থানীয় নেতারা
- রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে আগত সহস্রাধিক কর্মী ও সমর্থক
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জুলাই ৩৬ নিউজ